সন্ধ্যা নেমে এলে আমি যেন কারাগারে বন্দী হয়ে পড়ি
মনের উচ্ছ্বাস ও ভালবাসা আড়ালে চলে যায়
বিষন্নতা আর অস্থিরতা চারিদিক থেকে ঘিরে ধরে
বুকের ভিতর কেমন যেন ভয়ের আশংকা থমথমে পরিবেশ
অন্ধকার চোখ রাঙ্গায় সামনে।
জীবনের চাওয়া পাওয়া গুলো এক জায়গায় এসে জড়ো হয়
কিন্তু অন্ধকার আমাকে তাড়া করে ফিরে
ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয় কিন্তু যেতে চায় না
অবাক হয়ে তাকিয়ে দেখি ! আবার চোখ বন্ধ করলেও দেখি !
ঘন অন্ধকার যেন আমার গলা টিপে ধরে !
বাঁচার জন্য কত আকুতি আমার, যা বলা যায় না ।
ধীরে ধীরে মধ্যরাত শেষ হয়ে রাতের শেষ ভাগ
মনে মনে ভাবি কতক্ষণ কত দিন দমিয়ে রাখবে আমায়
একদিন ভয় কে জয় করে জয়ের মালা পরব ই
যতই রক্তচক্ষু দেখাক !
অন্ধকার কেটে ভোরের আলো চারিদিকে ফুটে উঠেছে
নতুন দিনের সন্ধানে মন পড়ে আছে অজানায় ।