বিমোহিত করেছো আমায় সব কথা বলা যাবে না
বিশেষ কিছু কথা রেখে দেব হাতের মুঠোয়!
সব কটা দিন নষ্ট করেছো আর রাত তো অন্ধকার,
অমাবস্যার রাতে চারিদিকে অন্ধকার করে মজা লুটে নাও তুমি!

দাঁড়িয়েছি স্রোতের উভয় মুখে চোখ মেলে
অথচ নিয়ন্ত্রণ ছিল তোমার কাছে!
মায়া ভরা মুখ, সরল সহজ চেহারার আড়ালে ভোগের জয়ধ্বনি!

কেঁপে উঠে সামনের অনন্ত লোক, শুন্যলোক, দূষণ দেয়াল,
সব সংগা পাল্টে দিয়ে ছত্রখান করে দিলে স্নিগ্ধ এ রাত!
কত স্বপ্ন নষ্ট হয় রাতের বাতাসে, তোমার হাতে নিয়ন্ত্রণ নিয়ে
খুলে দিলে রাতের জানালা।

সব কথা বলা যাবে না, তুমি তো আছো গভীর নিদ্রায়,
গাঢ় ঘুমে পার করছো আঁধার সময়, আমাকে কাটাতে হবে রাতের প্রহর।