রুপালী রোদ দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো
আজ মাঘ মাসের শেষ দিন,
দিন মজুর খেটে খাওয়া মানুষ গুলো হাঁফ ছেড়ে বাঁচলো,
গরম পোষাকের অভাব!
রামু নৃ-গোষ্টির সাঁওতাল গ্রুপে জন্ম।
লেখা পড়া তেমন জানে না।
নিজের বসত ভিটায় থাকে, ছেলে মেয়ে নিয়ে
আধা পেটা খেয়ে অনাহারে কোন মতে দিন চলে যায়।
এলাকায় জোতদারের আর শীতের হিমেল হাওয়ার অত্যাচারে
জীবন না জানি যায়,
বৌ আর মেয়ের সম্ভ্রম রক্ষাও মুশকিল হয়ে পড়ে
জোতদার গোষ্টির কু-দৃষ্টির কারনে!
রামু দুঃখ করে বলে হামরা সাঁওতাল ! মানুষ নই
মানুষ কুকুর বিড়ালকেও হামাদের চাইতে বেশী ভালবাসে,
জন্ম আমার আজন্ম পাপ, নিজের প্রতি ঘৃণা হয় দুঃখ হয়
কেন সৃষ্টিকর্তা সাঁওতাল করলো!
সৃষ্টির এই রহস্য কি! পৃথিবীর শুরু থেকেই আছে
তারা কি এদেশে তাদের মত করে কখনো বাঁচতে পারবে না!
স্বাধীন বাংলার মাটিতে তাদেরও বুকের তাজা রক্ত লেগে আছে,
তবে কেন এত অত্যাচার! আপনারা বলতে পারেন................................।