রক্তের প্রবাহ থেকেই যায় বংশানুক্রমিক ভাবে
যতই তুমি বংশের কালিমা মুছে ফেলতে চাও
কোন এক বিশেষ দিনে জিঘাংসা সামনে আসে
ধর্মের প্রতি অগাধ বিশ্বাস কার না আছে !
ধর্মান্ধ হয়ে অন্যায় অবিচার কে বেছে নেয়া মহা পাপ
শরিয়ত অনুযায়ী আমরা কত জন ধর্ম পালন করি
প্রত্যেক ধর্ম বিশ্বাসী মানুষ তার কৃত কর্ম কি !
অন্তর আত্মা দিয়ে বিচার করি ভাল মন্দের,
সঠিক আর বেঠিকের !
রাজনীতি ও প্রতি হিংসার কারনে মানুষ মানুষকে খুন করছে
তারা ও তো কোন না কোন ধর্মে বিশ্বাস করে ! ধর্মে কি.....
খুন, রাহাজানি, লোভ, লালসা, ক্ষমতা কে কি প্রাধান্য দিয়েছে
আমরা যারা কুট-কৌশলে মানুষকে নিয়ে খেলছি তারা কি ধর্ম বিশ্বাসী!
ডিজিটাল যুগে মানুষ পড়ে না দেখে আত্মস্থ করে না মুখস্থ করে
ইহ কালের কর্ম ফেলে রেখে পর কালের চিন্তায় অন্যায় করছে
সংসার, দায়িত্ববোধ, সহমর্মীতা, সহবত এখন পুস্তকের ভাষা
জ্ঞানের ভাণ্ডারে সমৃদ্ধ না করলে মানব জাতির কল্যাণ............
দুঃসাধ্য, দুর্বুদ্ধ, কঠিন থেকে কঠিন তর হবে কোন ভুল নাই!