নিজেকে লুকিয়ে রাখতে স্বচ্ছন্দবোধ করে!
যতটা প্রতিভা লুকানো আছে হৃদয়ে
অন্যের ভিতর দিয়ে বাহির করতে চায়
প্রতিভা প্রকাশে নিজে আনন্দ পায়।
সমাজে কিছু কিছু মানুষ আছে নিজের
প্রতিভা কি আছে জানে না বা জানার চেষ্টাও করে না
কিন্তু অন্যের দেখে হিংসা করে,নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে!
ভাল আর মন্দ সমাজে মানুষের মাঝে লুকিয়ে আছে!
প্রতিভা বিকাশে সাধনায় মগ্ন হয়,
কেউ ভালর পক্ষে কেউ বা মন্দের পক্ষে,
ভাল আর মন্দের মাঝে হাবুডুবু খায়।
যত যাতনা সহিবে অন্তরে পুড়ে পুড়ে হবে খাঁটি,
সমাজ সংসারে জুটবে আলোক-বর্তিকা,সত্যের হবে জয়!
হৃদয় ভরে উঠবে সমাজ পাবে সত্যানুসন্ধানী নেতার জয়।
ভাংগা গড়ার জীবন স্রোতে হারিয়ে যাবে একদিন,
ধরার মাঝে পড়ে রবে কৃর্ত্তীবাসা বুজবে যে জনগণ,
ফিরে ফিরে আসবে স্মরণে থাকবে না তুমি তখন!