প্রায়শই আমার মনের কোনে মেঘের চাদর জমে
আমরা মানুষেরা এক প্রকার হিংস্র জানোয়ার
হিসাব কষে দেখেন প্রতিদিন কত শত জীব জন্তু পশু পাখি
হত্যা করে মানুষেরা খায়, তাদের তো খুনি বলা হয় না।
সৃষ্টির সেরা জীব মানুষ সব বুঝে জানে
সে জীব অন্য জীব কে হত্যা করে খায় এবং জীবন ধারণ করে
তাদের কি শ্রেষ্ঠ জীব বলা যায় !
যাদের হত্যা করা হয় তারাও সৃষ্টিকর্তার সৃষ্টি !
প্রকৃতি ও বিরুদ্ধাচরণ করছে ঋতুর বৈচিত্র দিন দিন হারিয়ে যাচ্ছে
এর মূলে কি ? এক দিকে মানুষ প্রকৃতি কে ধ্বংস করছে
অন্য দিকে তারাই আবার প্রকৃতি রক্ষায় আন্দোলন সংগ্রাম করছে
আবার স্বার্থ ত্যাগে কোন মানুষই বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়।
জীব জন্তু বন-বাদাড়, পশু-পাখি নিত্য দিন মানুষ ধ্বংস করছে
এই ভাবে হত্যা আর খুন করে হাত পাকিয়েছে
এখন মানুষ মানুষকে হত্যা বা খুন করতে দ্বিধা বোধ করছে না
ইজরাইলীরা ফিলিস্তিনীদের নির্বিচারে হত্যা ও খুন করে চলেছে
আবার প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে কত জন কে তারা হত্যা করেছে ।
ক্ষমতা, আধিপত্য, লোভ-লালসা মানুষের মনুষ্যত্ব কে অন্ধ করে ফেলেছে
তারাই আবার সভ্য জাতি হিসাবে নিজেদের জাহির করে
অন্য দেশের মানবাধিকার, সভ্যতা, মানবিকতা, সহমর্মীতা নিয়ে কথা বলছে
সকল সাধারণ জনগণ তাদের ঘৃণা বয়কট বা প্রতিরোধ করা উচিৎ ?