মানুষের প্রতিপক্ষ মানুষ, মনের প্রতিপক্ষ মন
দ্বন্ধের প্রতিপক্ষ সংঘাত, বিজ্ঞানী নিউটন বলেছেন,
“প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে”
মানুষের অন্তর দহনে প্রতিপক্ষ তৈরি করে যা
ঐতিহাসিক ভাবে সত্য, প্রতিপক্ষ দ্বন্দ্ব সৃষ্টির মুল কারন
লোভ-লালসা কে প্রলুব্ধ করে, জিঘাংসা মনকে
বিচলিত করে, চাওয়া পাওয়া কে তাড়িত করে,
মন যে বেহুদা নিয়ন্ত্রণ করা যায় না।
আকাশের রং আর মানুষের মন পাশাপাশি থাকলে
পরিবর্তন অপরিহার্য!
জীবনকে সঠিক ভাবে পরিচালিত করার ক্ষেত্রে,
ধৈর্য, কৌশল, নিজের প্রতি আস্থা ও ছাড় দেয়ার
মানুষিক তা একান্ত দরকার।