স্ত্রীরা বলে কারণে অকারণে তারা নির্যাতিত হয়
কখনো আচরণে আবার কখনো শারীরিক ভাবে
মেয়েরা প্রতিটি পদে পদে নির্যাতন সহ্য করে
নির্যাতিত হওয়ার কখনো কি করন খুঁজেছে !
আইন এখন মেয়েদের পক্ষে কথা বলে
ঠাণ্ডা মাথায় উভয়ের কথা কেউ শুনে না
স্ত্রীর কথা শুনে রায় দিয়ে দেয়
স্বামী ভাল নয়, চরিত্র খারাপ, যৌতুক লোভী।
স্ত্রী তার স্বামীকে নির্যাতন করে সমাজ কি বিশ্বাস করে,
করে না, স্ত্রী অবোলা তারা কি নির্যাতন করতে পারে,
কখনই না !
কিন্তু প্রতিটি পদে পদে স্বামীকে সহ্য করতে হয়।
বিচারক আসনে বসে স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনে,
আর আড় চোখে স্বামীর দিকে তাকায়,
স্ত্রীর মায়া কান্না সকল কে পক্ষে নেয়
অসহায় স্বামী সাজা ভোগ করে ঘরে বাহিরে।
স্বামীরা অপেক্ষায় প্রহর গুনছে কবে কখন এদেশে
নিরপেক্ষ বিচার করবে বিচারক, নির্যাতন থেকে মুক্তি
মিলবে অন্দর মহল আর বাহির মহল থেকে।