সময় কেমন যেন এলো মেলো ভাবে চলে গেল
কোন কিছুই সঠিক ভাবে হলো না
সবাই বলে আমার দ্বারা কিছুই হবে না
কথা শুনে নিজের আত্মবিশ্বাস কমে আসে।
সমাজে বার রকমের মানুষ বসবাস করে
কেউ দুর্বল মানুষকে সবল করে তোলে আবার
কেউ সবল মানুষকে দুর্বল করে ফেলে
তবে সমালোচনার বাহিরে কোন মানুষ নাই।
ছাত্র জীবনে প্রতিযোগিতা, ছেলে মেয়ের মধ্যে
প্রতিযোগিতা, টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা,
ধনী ও গরীবের মধ্যে অসম প্রতিযোগিতা এবং
সমাজে অলিখিত প্রতিযোগিতা লেগেই আছে।
স্বার্থ থেকে হিংসা, আর হিংসা থেকে ধ্বংস
সমাজের চারপাশে হর-হামেশাই লেগেই আছে
কখনও দেখা যায় আবার কখনও দেখা যায় না
তবে বেশীর ভাগ ক্ষেত্রে এ ধরনের সমস্যা খালি
চোখে দেখা যায় না।
পৃথিবী সৃষ্টির পর থেকেই কি এ ধরনের প্রতিযোগিতা
চলছে নাকি পরবর্তীতে স্বার্থ, লোভ, লালসা আর
ক্ষমতার জন্য প্রতিযোগিতা শুরু যা চলমান আছে
এই প্রতিযোগিতা থেকে দুরে তাই আমি ব্যাক-ডেটেড।