আমি আমার মত আমার ভুবনে থাকতে চাই
কিন্তু ওরা আমায় থাকতে দেয় না !
চোখের সামনে ঘটছে পুকুর চুরি, অনিয়মের
গোপন চুক্তি, তেল নিয়ে হচ্ছে তেলে স মাতি।
বড় কর্তা রা দেখেও দেখে না এমন ভাব যেন
কিছুই হয়নি ! বলে কি হয়েছে বলুন ;
জাগো বাঙ্গালী জাগো এভাবে আর কত দিন
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখবে!
যত দিন যাচ্ছে ততোই যেন নিত্য প্রয়োজনীয়
জিনিসের দাম হুহু করে বেড়ে যাচ্ছে ! মরছি
আমরা যারা নিম্ন-মধ্যবিত্ত/মধ্যবিত্ত না পারছি
নীচে নামতে না পারছি উপরে উঠতে মাঝে পড়ে হাঁপাচ্ছি ।
স্বপ্ন আবেগ ভালবাসা প্রেম আমাদের থাকতে নেই!
এগুলো এখন চোর বাট পারদের সম্পত্তি
আমাদের মনের দেয়ালে ঝুলানো ফসিল, ইতিহাস
সাক্ষী দিবে এক সময় আমাদের ছিল ।
মাঝে মাঝে সমস্ত বেড়া ভেঙ্গে বিদ্রোহী, প্রতিবাদী,
নিষ্ঠুর ও হিংস্র হয়ে যেতে ইচ্ছে করে
এভাবে পড়ে পড়ে মরার চাইতে প্রতিবাদ করতে
ইচ্ছে করে।