হাত-পা, চোখ-মুখ সব কিছুই মানুষের মতন,
তবে ভালবাসা বিহীন, আছে শুধু লোভের চোখ,
স্বার্থ মিলানো শকুনের দৃষ্টি।
হৃদয়হীন ভালবাসা শরতের সকাল,
মেঘের উদরে চাঁদের উদয় মেঘাচ্ছন্ন আকাশ,
গাছ পালায় ধুয়াঁয় ঘেরা পরিবেশ হয়েছে নিথর।
সবুজ ঘেরা ফসলের মাঠ, উড়ছে ঘাস ফড়িং
মনের আনন্দে মেঠো পথে রাখাল বাজায় বাঁশি
কৃষাণ কৃষাণীর শরীরের নোনতা জল গড়িয়ে পড়ে তটে।
গুমোট আবহাওয়া, থমথমে প্রকৃতি, আকাশে মেঘে ডাকা,
অভিমানী প্রকৃতি কেঁদে দিবে এখুনি,
পথিক পাবন পথ খুঁজে সারা উথলে পড়ে শরতের ধারা।