আমি প্রকৃতির প্রেমে পাগল হয়েছি
মন যে মানে না !
পাহাড়ের বুকে ঝর্ণা ধারা ধরায় এসে নামে
জড়িয়ে ধরে ভুবন টারে ভালবাসার টানে।
পশু পাখির মেলা বসেছে ঝোপ, ঝাড়, জঙ্গলে
পশ্চিম গগনে সূর্য ডুবে লাল আভা নিয়ে
নয়ন মেলিয়া প্রকৃতি দেখি আপন মনে
মন খেয়ালে হারিয়ে যায় প্রকৃতির প্রেমে !
রাতের প্রকৃতি জোনাকি জ্বলে তারার আলো নিয়ে
সমুদ্রের তীরে নিঝুম রাতে চন্দ্রের আলো উছলায়
চন্দ্ররেণু ঠিকরে পড়ে প্রকৃতির গায়,
ঢেউর সারি বাঁধন হারা দিক বিদিক হারায়।
হিমেল হাওয়া লাগছে গায় মন যে উদাস করে
সমুদ্রের তীরে কাঁকড়া র মেলা ঝিনুক তার গায়,
মন ছুটে যায় দুর গগনে নারিকেলের ছায়ায়
বাতাস লেগে দোল খেয়ে যায় প্রতিচ্ছায়ায়।
আমি হাঁটি ছায়ার সাথে পায়ের তলায় বালু
পিছন পানে টেনে ধরে ঢেউ খেয়ে যায় চুমু,
শিহরিত মন প্রকৃতির প্রেমে হৃদয়ের দরজা খোলা।