কলম হাতে লিখব বলে!
সীতাকুন্ডের পাহাড় তলে ঝোপ জঙ্গল
রাস্তা চলে, ঝর্ণা ধারা আসছে ধেয়ে
উপর থেকে নামছে জল কলে বরে
করছে ছলাৎ ছল!
মন মেতেছে ঝর্ণা ধারায় মন ছুটে যায়
পাহাড়ের চুঁড়ায়, আকাশ ঘুমায় পাহাড়
জুড়ায়, শ্বেত বলাকা উড়ছে সারি, নীল
আকাশ দেখতে ভারী!
দুই পাহাড়ের যুগল বন্দী সন্ধ্যা নামে
চট জলদি, নীল আকাশে তারার মেলা
মন ছুটেছে সমুদ্রের ভেলায়, ঝর্ণা
রাজির জল স্রোতে ছুটে চলে এঁকে বেঁকে
মনের আবেগ, মনে রেখে, নব দম্পতি
হাত ধরেছে !
প্রেমের তুফান অঙ্গে মেখে হারিয়ে
যেতে যায় সমুদ্রের তটে, চন্দ্র কিরণ
চারিদিকে! প্রেম পিপাসু , সুর লহরী,
ধ্রুপদী নাচের অঙ্গ ভঙ্গী, যৌবন ঢেউ
হারিয়ে নদী।