মাঘ মাসে বৃষ্টির ধারা
সূর্য লজ্জা পায়
দিনের বেলা কুয়াশায় ভরা
শীত নাহি যায়
শ্বাস-প্রশ্বাসে ধুঁয়া উড়ে
ইট ভাটার মতন
ভোরের সুর্যর আদরের অপেক্ষা
উঠানে বসে মানুষ
কুয়াশা ঠেলে সূর্য উঠে
নীল আকাশের বুকে
রৌদ্রের তাপে শীত নিবারণ
কৃষক শ্রমিক জেলে
মাঘের পরে ফাগুন আসে
প্রকৃতির রূপ ভরে
মনের মাঝে প্রেমের জয়গান
থামায় কেমন করে ।