পরকীয়া প্রেম এ এক জীবনের অন্য রকম অনুভূতি
বিবাহিত নর-নারী অথবা বিবাহিত নারী অবিবাহিত
পুরুষ কিংবা বিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে
পরকীয়া প্রেমে মত্ত হচ্ছে অহরহ,
সাম্প্রতিক সময়ে খুব বেশী লক্ষ্য করা যাচ্ছে।
পরকীয়া প্রেমে নারী পুরুষ উভয়ে পতিত হয়
মূলত দুটি কারণে, এক,- যৌন ক্ষুধা দুই,-অর্থের
লোভ। পরকীয়া প্রেমের পরিণতি উভয়ে জানে,
তার পরেও পরকীয়ায় লিপ্ত হয়।
পরকীয়া প্রেম স্থায়ী ভাবে পাওয়ার জন্য ঘটে না,
আবার পরিণতি শুভকর হওয়ার ও সুযোগ নাই
বললেই চলে, তবুও ইন্দ্রিয় সজাগ হয়, কামনা-
বাসনা হৃদয় দানা বেঁধে উঠে, কখনো কখনো
পাওয়ার আসায় উন্মাদ হয়ে উঠে!
পরিণতি শুভকর হয় না, জানাজানি হলে, চক্ষু
লজ্জা হারিয়ে যায়, চোখের সামনে তাকে কাছে
পাওয়ার তীব্র বাসনা বহিঃ প্রকাশ ঘটে,
বিচ্ছেদ, খুন ও আত্মহত্যার মত ঘটনা ঘটে যায়।
তবুও পরকীয়া সমাজে বিদ্যমান ও চলমান আছে
নীরবে নিভৃতে, এ যেন জীবনের অন্য রকম অনুভূতি
হতাশা গ্রস্থদের নতুন করে বাঁচতে শেখায়, যান্ত্রিক জীবনে
স্ফটিক জলের ফোটার মতন, আবার নরকের যন্ত্রনার
মতন, আপনার দুয়ারে দাঁড়াতে পারে।
মানুষ সব কিছু জেনে বুঝেও পরকীয়া প্রেমে জড়িয়ে যায়
আবার ইচ্ছার বিরুদ্ধে ও পরকীয়া প্রেমে জড়ায়, ঐ যে
বললাম বিচলিত মন ঘটে যায় কখন, জানেনা হৃদয়,
জানে না মন।