দিনের বেলায় আলো আঁধারের খেলা
বাগড়া বেধেছে মেঘের ভেলা,
ভুবন সেজেছে নব সাজে পূর্ব গগনে রামধনুর মেলা!,
তাপসে এসেছে আষাঢ়, এসেছে শ্রাবণ
বিরামহীন বৃষ্টিপাত বন্যার হয় আগমন,
মেঘের ঘনঘটা আকাশ জুড়ে ধোঁয়ার মেলা
মেঘ উড়ে যায় সুদূর দুরে ভাসিয়ে ভেলা।
মেঘ-বালিকা গাঁয়ের পথে রিনিঝিনি পায়ে
কদম কামিনীর মালা পরে আসে পাড়া গাঁয়ে,
পুকুর পাড়ে হিজল বনে করছে আনাগোনা
কলসী কাকে গাঁয়ের বধূ পুকুর ঘাটে জানা,
মেঘ-বালিকা ছন্দের তালে জল ঢেলে দেয়
আপন মনে !
টিনের চালে সুরের তালে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘুম পাড়ানি মিষ্টি সুরে ঘুম এনে দেয় খোকার চোখে,
বৃষ্টি নামের মেঘ-বালিকা আকাশ ঝরে পড়ে
বাদল ধারায় জল ঢেলে দেয়, মন উজাড় করে !
হঠাৎ দেখি মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে থেমে।