বাংলা আমার গৌরব গাঁথা
ঋতুর রাণী শরত কাল,
নদীর চরে ঝিলের পাড়ে
ভরে উঠেছে কাশ বন।
বাতাসে দোলে কাশ ফুল
দুলে মনের হিয়া,
রাতের বেলায় শিউলি ফুটে,
চাঁদের আলো মুচকি হাসে,
ভোরের শিশিরে ছড়িয়ে ধরায়
ঝরা শিউলি গাছের তলায়
মন মাতানো সুবাস ছড়ায়
সোনামুনিরা ফুল কুড়োতে যায়!
বকুল ফুলের গন্ধ মেখে
ময়না টিয়া বকুল গাছে
মনের আনন্দে ডাকতে থাকে,
বকুল ফুলের মালা গেঁথে
সুবাস ছড়ায় নিজের ঘরে।
ঝিলে বিলে শাপলা ফুটে
হলুদ সাদা রং এ মিলে
কি অপরূপ প্রকৃতির বুকে!
ফুল ফলে ডালা সাজিয়ে আসে
ঋতুর রানী শরত কালে
গোটা পৃথিবী যেন ফুলদানী সাজে।