অন্ধকারে ছট ফট করে বেহায়া এই মন
প্রিয় জন বিদায় নিলে হারিয়ে যায় ক্ষণ,
আলোক-রশ্মি দুরে প্রিয় জনের ছায়া
ধুম্রজালে চোখে ধাঁধাঁ মনে পড়ে বাধা
কল্পনাতীত ছুটছে মন নীল আকাশের নীচে
পূর্ণিমার চাঁদের আলো ছায়ার সাথে জুটে।
শিশির ভেজা দূর্বা ঘাসে চরণ-যুগোলের ছাপ
শিহরন জাগায় দেহ মনে কামনা জাগে হৃদে
প্রিয়ভাষিণী র প্রিয় মুখ চোখের সামনে ভাসে
আবেগ ঘন মনের ভিতর ঢেউয়ের তুফান তোলে
ঝিঁঝিঁ পোকার ডাকে র ছন্দে নূপুরের ধ্বনি বাজে।
বংশী বাদকের বাঁশির সুরে মন করে উতলা,
মনের সুখে বাজাও বাঁশি হৃদয় করো উজালা
অন্ধকারে তোমার খোঁজে ছুটছি আমি নিশি বেলা
তুমি আমায় ছেড়ে গেলে স্মৃতি বড় জ্বালা।