দিক ভ্রান্ত হয়ে ছুটে চলা বহতা নদীর মতন
ছুটে চলেছে জীবন এক স্টেশন থেকে অন্য এক স্টেশন
মিলেনি কোন সঠিক স্টেশন সেই ছুটে চলা আজও শেষ হয়নি!
জন্মের পর ভালবেসেছি আমার দেশ আমার জন্মভূমি
বিদেশ বিভুঁই চক্মকে জৌলুস ভরা আর্কষনীয় কৃত্রিম জিনিষ
চোখের তৃপ্তি আনে কিন্তু কখনো মন ভরে না।
ভোরের পাখিদের কোলাহল ঘাসের উপর শিশির বিন্দু
মৃদু মন্দ হিমেল হাওয়া কৃষাণ কৃষাণীর মাঠে ছুটে চলা
পোয়াতি ধানের ক্ষেত রাখাল ছেলের মধুর বাঁশির সুর
মার উঠানে ধান শুকানো হৃদয় থেকে মুছে ফেলা কি সম্ভব!
মনে পড়ে জাতির পিতার ঐ ০৭ই মার্চের ভাষণ, ৭১’র মুক্তিযুদ্ধ
মনে পড়ে ৯০’র স্বৈর-শাসনের বিরুদ্ধে আন্দোলন, মনে পড়ে
যায় দেশের খেটে খাওয়া মানুষের মুখ কিছুতেই ভুলতে পারি না।
সার্বক্ষণিক হৃদয়ে বাজে কখন শেষ হবে আমার প্রবাস জীবন
ফিরে যাওয়ার আকাংখায় বিভোর থাকে মন সারাক্ষণ
দেহ আছে প্রবাসে কিন্তু মন আমার নাড়ি পোতা জন্মভূমি বাংলাদেশে।