প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে
কখনও গোপনে কখনও প্রকাশ্যে
প্রেম মানুষকে নতুন করে তৈরি করে
জীবনকে সঠিক পথে পরিচালিত করে।
প্রেমের বিচ্ছেদ মানুষকে ভেঙ্গে পুড়িয়ে
জীবনের মোড় ঘুরিয়ে দেয় কখনও ভালোর
দিকে আবার কখনও মন্দর পথে, তবে
আমি বিশ্বাস করি সঠিক সিদ্ধান্ত নিতে পারে-
নিজেকে নতুন করে চেনায়।
শিশু জন্মের পর কৈশোর, যৌবন, মধ্য বয়সী,
বৃদ্ধের দিকে অগ্রসর হয়।
এটা জীবনের গতিপথ প্রতিটি ক্ষণের সাথে সেতু
বন্ধন যা ইচ্ছা করলেই অস্বীকার করা যায় না,
ভালবাসায় জড়িয়ে থাকে প্রেম না চাইলেও।
বিচ্ছেদ হৃদয়কে কুরে কুরে খায় বুঝা যায় না
দুমড়ে মুচড়ে উলট পালোট করে ফেলে
জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে !!