শীতের সকাল প্রাতভ্রমণ দু’জন কুয়াশা ঢাকা চারিদিক
পৌর-পার্কে স্বাস্থ্য সচেতন দলে দলে প্রাত-ভ্রমণকারী
ডায়াবেটিক, হার্টের রুগী খেয়াল কর ভুরি ভুরি
উচ্চ রক্ত চাপ কম কিসের সংখ্যা গুনা ভার।
আমরা দু’জন হাঁটছি যখন কাছাকাছি নয় দূরত্ব তেমন
বাল্যকালের গল্প করি নিজের মনে হাঁটতে থাকি
ঘন কুয়াশায় শিশির বিন্দু তোমার কোমরে আমার হাত
রেখেছি সংগোপনে বিরক্ত বদনে রাগান্বিত নয়নে তুমি
ঝটকায় হাত সরানো লোভ সামলানো বড় কঠিন,
হৃদয়ের গভীরে করে চিন চিন।
বউ বলে লোক-সম্মুখে হচ্ছে টা কি! পাগল হলে নাকি !
খোঁচা দিয়ে দেখলাম আমি তোমার ইচ্ছা টা কি ?
বিশ্ব-বিদ্যালয়ে র সময়টা ভাব কোমর ধরে দু’জনে হাঁটতাম
তোমার মনে রং লেগেছে বয়স হয়েছে তো নাকি ?
গল্পের ছলে প্রাতভ্রমণ ছাত্র জীবনের অনেক কথা হলো
জীবন চলার পথে ছন্দ পতন হলে সংসার হয় এলা মেলো
অণু-প্রবেশ যদি ঘটে তৃতীয় পক্ষের সংসারে হয় ছন্দ পতন
সাদা-মাটা জীবন যাপন শান্তিতে স্বর্গ হাসে
অন্যের কথা কানে নিলে সংসারের সর্বনাশ আসে।