রবি আমার প্রাণের বন্ধু বড় হয়েছি এক সাথে
ছোট বেলায় ভেদাভেদ ছিল না,
হেসেছি প্রাণ খুলে, ঘুমিয়েছি মোরা জড়াজড়ি
করে প্রাণের স্পন্দনে!

দুই জনের চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল,
বাঁধা পড়েনি ধর্মের বেড়া পড়েনি বাঙ্গালী
হওয়া! লেখা পড়ায়, খেলা ধুলায়, পোষাক
আসাক কে ছিল না কোন ধর্মের ছোঁয়া!

বড় হয়ে পায়ে বেড়ি, ধর্মের কারণে ছাড়াছাড়ি
পরিবার থেকে সূত্রপাত সুযোগ নেয় অজুহাত,
তৃতীয় ব্যক্তির অণু-প্রবেশ, নোংরা খেলায়
মেতেছে দেশ, রাজনীতির নীতি ভষ্ট,
মানুষ মেরে কলির কেষ্ট ।

সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে
দেশে দেশে, এক ধর্মের মানুষ দেখ, মারে
অন্য ধর্মের মানুষকে! যার ক্ষতি তার হয়
অন্য জনে মজা পায়! হিন্দু, মুসলিম, বৌদ্ধ,
খ্রীষ্টান সকলে যে আল্লার দান।