যৌবনে যার প্রেম আসে না
সে যে বড় অভাগা!
আবার যাদের যৌবনে প্রেম আসে
সে যে খাবে বড় দাগা!
কিশোর বয়সে প্রেমে পড়লে
মাথা হবে ঘোল!
লিখা পড়া শিকেই উঠবে
গলায় বাঁধবে ঢোল!
মধ্য বয়সে ভালবাসায় কি আর
আছে, প্রেমের মজা!
কুঁড়ি ছাড়া ফোটা ফুলে
মধু খেয়েছে মৌমাছিরা !
আধুনিক সমাজে চলছে এমন
প্রেমের ফল
বৃদ্ধ, কিশোর, যৌবনে প্রেম
করবি কখন বল!