যৌবনের প্রথম পাঠেই তুমি আরাধ্য ছিলে
কোহিলী,
দেবীর আসনে বসিয়ে নিত্যদিন নিঃস্বার্থ
আরাধনা ছিল আমার !
নিজেকে সংযমী রেখে নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে
সপেছিনু মন ও প্রাণ।
আমার আরাধ্য ছিল কোন প্রত্যাশা না রেখেই
আরাধানা ছিল শুধু সেবক ও মালি হিসাবে!
নিত্যদিনের আরাধনায় হঠাৎ ঘটে গেল ঘটনা
এলোমেলো হয়ে গেল সব!
হিসাব-নিকাশ বদলে যেতে থাকলো, তোমার
দেয়া ভালবাসার রঙ্গে রাঙ্গিয়ে উঠলো মন,
কিভাবে কেমন করে যেন, ভালভাসায় মাখামাখি
হয়ে গেল! তোমার উৎসুখ চোখের চাহনি,
সহসাই তোমাতে নিঃস্বার্থ প্রেম,ভালবাসায় বিলীন
হয়ে গেল।
আজ এতকাল ধরে দেবতার আরাধনায় জ্যোতি
টেনে দিলে তুমি, সাজিয়ে রাখা অর্ঘ আমার
ভালবাসায় রাঙ্গিয়ে দিলে, প্রেম লীলায় পুজোনীয়
থেকে হয়ে গেল,
রক্ত মাংসের কামনা বাসনার মানবী।