নিত্য দিন কত পথ পাড়ি দিতে হয়
কিলোমিটার বা মাইল গণনা করে রাখা বড় কঠিন!
এ যে আমার কর্মের সাথে বন্ধুত্ব
মিলে মিশে আছে ফিরাবে কে!
চলার পথে বহু মানুষের সাথে আলাপ
এ যে গুনে রাখা কঠিন কাজ, গুনে রেখে লাভ কি!
সংখ্যা বাড়বে তুমি কি মনে রেখেছে, কি পরিমাণ খাবার
খেয়েছ।
আচ্ছা তোমায় প্রশ্ন করি বছরে ৩৬৫ দিন ০৬ ঘন্টায় এক বছর।
ফি বছর কত ঘণ্টা! কি কি করেছো হিসাব আছে কি!
প্রতিটি মানুষের জীবনে, সুখ আর দুঃখ মিলে মিশে আছে
এ যে রাজ যোটক কখনো আলাদা করা যাবে না
তা হলে তোমার মন খারাপ হয় কেন ?
জীবন আর মৃত্যু দু’জনে পরস্পরের বন্ধু,
যে দিন মৃত্যু তোমার দুয়ারে এসে দাঁড়াবে সে দিন জীবনের
অবসান ঘটবে, ফিরানোর কোন পথ জানা নাই।