ঘোড়া ভালবাসে হাতি কে,
আবেগে সমস্যা জড়িয়ে ধরলে ব্যাস পায় না!
ভালবাসার জ্বালা হৃদয়ে থেকে যায়
কিন্তু, পরক্ষণেই দু’পা তুলে ভালবাসা প্রকাশ করে
হাতি দু’কান নাড়িয়ে ভালবাসার উত্তর দেয়।

হাতি এক পা এগোলে ঘোড়া তিন পা দৌড়ায়
হাতির মনে মনে গোসা হয়,
ঘোড়া চোখ মেরে ইয়ারকি করে! হাতি সুড় দিয়ে গুঁতো দেয়।

দু’জনের ক্যামিষ্ট্রি দেখে সিংহ আফসুস করে!
বিড়াল হলো বাঘের মাসি, মায়ের স্নেহে দু’জনে খুশি,
কুকুর করে ঘেউ ঘেউ, শিয়াল ডাকে হিক্কা হুয়া,
দু’জনের সম্পর্ক খারাপ ভালবাসা লে-ফা ফা=দুরস্থ।

খড়গোস ডাকে ছাগল ছানায়,
তাই না দেখে মহিষ কানা গরু করে হাম্বা হাম্বা,
ভেড়ার দলের কান খাড়া গাধা বলে একটু দাঁড়া!

মানুষের ভালবাসায় মরীচিকায় দুর্দশা,
লোভ-লালসা সামনে আসে, প্রেম ভালবাসা দুরে থাকে।