চিরল চিরল তেঁতুল পাতার ফাঁকে
চাঁদের আলো মুচকি হাসে
দখিনা বাতাসে ঝড় তোলে, হৃদয়ে তুলে তুফান!
নিশুতি রাতে তোমার সাথে
ভালবাসার আলাপনে হিয়ার মাঝে কাঁপন উঠে
কামনার স্রোতধারা বহে অন্দরমহলে।
ঘরামির নিপুণ ছাঁওনী নিথর দেহে বিদ্যুৎ’র ঝাঁকুনি
উর্বশী বুকের মাঝে!
নির্বাক বদনে চোখের চাহনি
শরীরে কাঁপন ধরে মদন ক্ষ্যাপে নিজ গুনে ।
অভিসারে বাহুডোরে তোমার সাথে
অন্দরমহলে পিচ্ছিল পথে পা পিছলে গহীন জলে
হাবুডুবু খেলে নিজের সুখে ভালবাসার পরিণয় হলে।