শীতের আগমন প্রকৃতিতে কুয়াঁশা ঢাকা সকাল!
মনের আনলায় বসে আছ তুমি
ভাবছি বসে অন্দর মহলে!
ভালবাসার স্পর্শ তোমার দেহের পরতে পরতে,
মিশে আছি, পরশে দেহের তরঙ্গ, ঘর্মাত্তোক দেহে,
প্রেমের কাম ভাব বহিঃস্খলন, মিটায় যৌবন ক্ষুধা,
দৈহিক মিলনে স্বর্গীয় সুখ!
পিঁপাশ্বার্থ প্রেমিক, স্ফটিক জল যৌবনে যৌবনে সংঘর্ষ
অনুভুতি চাওয়া-পাওয়ার প্রাপ্তি ঘটে।
চোখের তীক্ষ চাহনি, ঠোঁটে কামনা শরীরের যৌবন কম্পন,
দেহে স্রোতের তীব্র বেগ বহমান,
যৌবন উত্তাপে গড়িয়ে পড়ে অমৃত সুধা যৌবনে গহ্ববরে।
কৈশোর আর যৌবনের দো-টানায়, আমি প্রেমে দিশেহারা,
ভালবাসায় নতজানু, পিঁপড়ায় করে উৎপাত সঞ্চিত সম্পদ
হারিয়েছি তোমার গহ্ববরে, ডিপোজিট ভবিষৎ’র আশায়।