ওরা আমার সম্ভ্রম কেড়ে নিয়েছে
প্রকাশ্যে দিবালোকে !
পথচারীর অভাব ছিলো না পথে
কেউ একটু সাহায়্যের জন্য এগিয়ে আসেনি।
আমরা কি নিজেকে মানুষ বলে দাবী করতে পারি
আমরা কি আমাদের মনুষ্যত্ব আছে বলতে পারি
আমাদের কি সভ্য সমাজে বসবাসের অধিকার আছে !
পাঠক আপনারা বলেন “!