দরজার ওপারে অবহেলা দাঁড়িয়ে অপেক্ষায় প্রহর গুনছে,
আসবে কখন!,
আমি সেই অবহেলিত বিদ্রূপ প্রেমিক,
যার প্রিয় বলে কিছুই নেই।
যৌবনে দেখা হয়েছিল, বহুরূপী হয়ে কেন অবহেলার
মায়াজালে বন্দি রেখেছিলে!
মানুষকে আপন করে নিজের মত ভাল থাকি না
মাফ করে দাও আমি ভাল নেই,
ভাল থাকার অক্সিজেন গুলো আজ বরফ হয়ে গেছে।
মানুষের সাথে ভালবাসায় জড়িয়ে দূরত্ব বাড়তে দেখেছি,
হারিয়ে ফেলার কষ্ট পেয়েছি,
অন্তরাত্মার রক্তক্ষরণ টোপায় টোপায় পড়তে দেখেছি!
অন্তরাত্মা নিংড়ে, মনকে উজাড় করে ভালবাসতে চেয়েছি,
ততো বার প্রত্যাঘাত হয়েছি, তোমাকে ভালবাসতে পারিনি!,
আমি অন্ধকারে নিজেকে হারিয়ে, মাকড়ষার জালে আটকে পড়েছি,
অবহেলিত হয়ে আজও পথ চেয়ে আছি!