ঢুলু ঢুলু চোখে নিদ্রার ভাব
না বলা কথা সঞ্চিত হৃদয়ে
সূর্য মামা সারা দিনের কাজ শেষে
ফিরে যায় মায়ের কোলে
দুর থেকে আযানের ধ্বনি ভেসে আসে কানে !
চার দেয়ালের মাঝে বসে ভাবে মন
দেয়ারের ওপারে কি হচ্ছে জানে না মন
তবুও কল্পনার রাজ্যে হৃদয়ের ভাবনা
হঠাৎ মুল দরজার কড়া নাড়ে কে এক জন
চিন্তার রাজ্যে ছেদ পড়ল তখন !
দরজা খুলতেই একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে
আট মাসের নাতনী অরনী বাবার কোলে
ডেব ডেব চোখে তাকিয়ে কথা বলতে শেখেনি
কেন যেন সারা শরীরে ঐশ্বিক শিহরণ জাগে ।
জাগতিক সব কিছু ফেলে অরনী আর আমি
মেতে উঠি নিজেদের ভূবনে।
এই বুঝি ভালবাসা, আবেগ, স্বর্গীয় প্রেম
পারিবারিক বন্ধন জানা ছিল না আগে!