আমি ভাবতে চাইনা সংসার নিয়ে
আমি বাঁচতে চায় প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে,
প্রতিদিন কোন না কোন ঝামেলা চাপে ঘাড়ে!
বর্তমান পরিস্থিতিতে মালিক পক্ষ কৃচ্ছসাধন করছে,
আমাদের মত ছাপোষা কেরানীদের ছাঁটাই করে।
সংসার চালানো দায়, প্রতিনিয়ত পাওনাদার বাড়ীর
দরজায় পাহারা দিচ্ছে, লুকানোর জায়গা নাই।

নতুন জায়গায় কাজ শুরু করেও হতাশা আর ব্যর্থতা!
সকলের কাছে, এ সময়টা যেন অবহেলিত।
বয়স বাড়ছে তো আমি কিংকর্তব্যবিমূঢ়,
প্রতি রাত বিনিদ্র কাটে, অশ্রুসিক্ত নয়নে কেউ দেখে না।
দীর্ঘ আটাশ বছরের সংসার খরচ অনেক বেশী,
উন্মাদের মত ঘুরি এ দরজায়, সে দরজায়, অলি-গলি
ও স্টেশনে, ভাগ্য বিধাতা ও কপাট বন্ধ করে রেখেছে!

পুর্নিমার রাতে মেঘের ঘনঘটা সারি বদ্ধ কালো মেঘ
ঘিরে ধরেছে চাঁদ কে, আলোর ছটা, ধীরে ধীরে ম্লান
হয়ে আসছে, উদয় হওয়ার প্রাণপণ চেষ্টা, তবুও নিজেকে
বাঁচিয়ে রাখতে চায়! জীবন যুদ্ধে পরাজিত সৈনিক।