ওটা কি পাহাড়...........!
ত্রি-পাল দিয়ে কি ঢেকে রাখা যায় না
শত চেষ্টা করেও ঢেকে রাখা যাবে না!

ওটা অন্যায় করে হারামের পয়সার পেট
গরীব মানুষকে ঠকিয়ে কালো টাকার পাহাড়,
ওটা নদী ভাঙ্গনে জমে যাওয়া নদীর বুকে
”ব” দ্বীপ!

শরীরের ঐ পাহাড় তোমাকে উপুড় হয়ে শুতে দিবে না,
চিকন গলি দিয়ে পার হতে পারবে না,
তোমার হাঁটার সময় সে আগে আগে হেটে যাবে
ওটা যে ঘুষের পয়সার বেড়ে উঠা পাহাড়।

তোমার শরীরের ঐ বস্তুটা ঢেকে রাখা সম্ভব নয়,
আবার খুলে রাখার সুযোগ নাই,
ওটা অসৎ পয়সায় তৈরি ! ওটা তোমার ইহ জগতের
শাস্তি।