সারাটা দিন অফিসের কাজে ব্যস্ত থাকি
নিজেকে সময় দেয়ার মত সময় হাতে থাকে না
আজ কিছুটা সময় বের করে কবিতা লিখতে বসলাম
পৃথিবী ভেঙ্গে দু’চোখ ভরে ঘুম এসে ভর করছে বার বার!
প্রতিদিন নিজেকে তৈরি করি কবিতা লিখবার জন্য
লিখে ও ফেলি আসলে এ গুলো কবিতা হয় কিনা জানি না
তবে এটুকু বুঝি কবি তার মনের আকুতি খাতা ভরে লিখে
এই ধরায় কত বড় বড় মনীষী ও কবি এ ভাবে এসেছে !
তাদের লেখনীর ধারে সমাজের পরিবর্তন ও এসেছে
মন্ত্র মুগ্ধের মত পাঠ করেছে পাঠক, বই কেনার হিড়িক পড়েছে
দাদু বাবা মায়ের কাছে গল্প শুনেছি !
মানুষ তাদের কত সম্মান কত সমাদর করেছে লেখার জন্য !
বর্তমান সময়ে কবি লেখক দের পাগল বলে সমন্ধোন করে
অনেকে তাচ্ছিল্য করে আবার তাদের নিয়ে হাসাহাসি করে
মনে করে অন্য গ্রহ থেকে তারা এই ধরিত্রীতে এসেছে!
বলবেনা কেন এখন তো আর কেউ বই পড়তে চায় না
পড়ার দরকার পড়ে না ডিজিটালের যুগ নাটক টিভি মোবাইলে
যত্রতত্র দেখা যায় আবার শুনাও যায় তবে অন্তরে ধারণ করে না।
সব কিছু যেন ওয়ান টাইম ব্যবহার্য জিনিসের মত হয়ে গেছে
আমরা পাগল তো তাই খাতায় লিখে রাখি !
জানি কেউ পড়বে না, মরে গিয়ে বেঁচে থাকার শখ আর হয় না !