জীবন বহতা নদীর মতন
সময়ের সাথে বদ্লায়,
দাঁড়ি কমায় থামানো যায় না
বদলে যায় ঋতু, বদলে যায় জীবন।
খোলা জানালা বন্ধ দুয়ার,
জীবনের আঁকি বুকি, হাজার প্রশ্ন
মাথায় ঘুরপাক করে
জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে।
দিনের পর রাত আসে, আসে নতুন
দিন, জীবনের চাকায় পৃষ্ট অতীতের
স্মৃতি, আগমনী বার্তা ছড়িয়ে আসে
নতুনের কেতন উড়িয়ে!
ট্রেনের বগি বহন করে ভাল আর
মন্দের বোঝা, অনুধাবনের কথা নয়,
ঘাড়ে নিয়ে বোঝা কলুর বলদ বোঝা
টানে প্রশ্ন করে না ভারি!
দায়িত্ব থেকে দায়িত্ববোধ, লোভে হয়
পাপ, পাপের ঘড়া পূর্ণ হলে, জীবন
শুধুই অভিশাপ!