সম্পর্ক বড় দুর্বোদ্ধ, কঠিন শিলা
মানুষ ঘর বাঁধে ইট-পাথরের ঘর অপরূপ
সৌন্দর্যের সমারোহ চারিদিকে, মনের ফুল
বাগানে বিষন্নতা, ব্যর্থতা বাসা বেঁধে
দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে খোসা হয়ে যায়।

আমার এই ব্যর্থ জীবনের প্রলাপ লেখার
মত কোন ডায়েরী নাই, নাই কোন ছিঁড়ে
ফ্যালা কাগজের টুকরা, অন্তর জ্বালার রাগ-
রাগিণী ঠিক বেঁচে আছে, তাল-বোধ যথাযথ!
শুধু হৃদয়ের ভিতর ধুধু বালুচর!

দুর থেকে দুরে যাব যে হারিয়ে,
পৃথিবীর মায়া মমতা কাটাব এবার,
তুমি ইচ্ছে করলেও খুঁজে পাবে না তো আর!