প্রতিদিনের মৃত্যুর মিছিলে, তুমিও গেছো মরে
দিনের পর দিন, মৃত্যুর সংখ্যা বাড়ে বা কমে,
তোমার সাথে আমার কোন অতীত নাই
আছে কিছু মুহূর্ত ঘর্মান্ধতার ঘ্রাণ।
তোমাকে রাখবে না মনে কালের বিবর্তনে
আমার কবিতা যাবে কিনা পাঠকের হাতে
নেই তো আমার জানা!
লিখতে বসেছি পুরানো আমার অভ্যাস
পাঠক পড়বে কিনা পাঠকের ভাস,
প্রতিদিনের অন্তঃ ক্ষরণ পীড়া দেয় মনে
নিঃশ্বাসে, প্রশ্বাসে ভাইরাসের বহর।
বেঁচে থাকার মশাল হাতে, শপথ করেছে যারা
মৃত্যু কে তুচ্ছ করেছে, ডাক্তার, সেবিকা রা
নিত্য দিনের জীবন যুদ্ধে জয়ী হয়েছে প্রাণ!
(নোটঃ কবিতাটি করোনা কালীন ১৪.০৮.২১ ইং তারিখ লেখা)