জৈষ্ট্য মাসে ভিশন গরম
জীবন হয় ওষ্ঠাগত ,
মেঠো পথে ধুলোর বাতাস
উড়ছে চারি পাশে!
ঘামাচিরা মিছিল করে
ফুঁড়ছে আমার গোপন গায়
হাত যায় না পিঠের মাঝে
চিট পিটিয়ে খায়,
গাছের তলায় রাখাল বালক
বাজায় বসে বাঁশি,
পথিকেরা সব পথে হাটে
থমকে শুনে বাঁশি!
হঠাৎ আকাশ গুমরো মুখ
মেঘ বালিকা উড়ছে দেখ
সাদা ফেনায় আকাশ ভরা
ঝরছে বৃষ্টি ঝিরি ঝিরি
ভ্যাপসা গরমে হিমেল হাওয়া
জীবন করে ঠাণ্ডা ঠাণ্ডা!