আমি শালিক পাখি হয়ে উড়ে যেতে চায়
দুরে বহু দুরে,
আমি গহিন জঙ্গলে বসবাস করতে চায় একা,
পৃথিবীর সভ্য মানুষের রূপান্তর হয়েছে
নর-পিচাশ, দ্বন্দ্ব-ফ্যাসাদ, যুদ্ধ, দখলদারিত্ব,
গোলা-বারুদ, কলঙ্কিত এই সুন্দর পৃথিবী!
নিজের জিঘাংসা পুরুন করতে নির্লজ্জের মত
মানুষ খুন, নারী ধর্ষণ, গুম, ড্রোন হামলা,
লেগে ই আছে অবিরত!
বাক-স্বাধীনতা আজ যাদু ঘরে, ব্যক্তি স্বাধীনতা
শোষকের ইচ্ছায়, টিকটিকি রা লেগে আছে সার্ব-ক্ষণিক
দু’দণ্ড শান্তি খুঁজে পাবে না কোথাও!
রুটি রুজি জোগাড় করা সাধারণ মানুষের নাভিশ্বাস
আর ক্ষমতাশালিরা রক্তের হলি খেলায় ব্যস্ত!
এ কোন সমাজ, পৃথিবী ময় চলছে অসম খেলা
থামাবার কেউ নেই!