আমি কখনো তোমায় পছন্দ করিনি আজও করি না,
তবে কেন বিরক্ত কর বলতে পার!
তোমার পছন্দ তোমার কাছে আর
আমার পছন্দ আমার কাছে,
তুমি তো আমার পছন্দে বাধা দিতে পার না।
পার কি?
আমার অপছন্দের কথা তো বলতে পারি
অবশ্যই বলতে পার তবে বাধা দিতে পার না
পছন্দ যদি আমাকে কেন্দ্র করে হয়!
আমি কি জানতে পারি অপছন্দের কারন কি?
কোন কারন নাই পছন্দ করি না এটাই সত্যি
ঠিক আছে আমার পছন্দের কথা তো শুনতে পার!
ঠিক আছে বল! আমি শুনবো দুঃখিত আজ নয়
আমাকে সারাদিন সময় দিতে হবে, বলো কবে
সারাদিন দু’জনে কাটানোর পর শেষে কথা বলবো!
আমি সেই দিনের অপেক্ষায় রইলাম ।