তোমাদের কেমেষ্ট্রি ও ভালবাসার বন্ধন
ছিল অটুট ও পবিত্র,
কি বাউলা ঝড় বয়ে গেল তোমাদের জীবনে
তোমরা বিচ্ছেদ কামনা করেছো।
একে অপরের মাঝে বিশ্বাস জন্ম নেয়
একটু একটু করে, নিঃশ্বাসের মাঝে!
অর্জন করতে দিনের পর দিন অপেক্ষা
হৃদয়ের মনি কোটায়,
মন স্বপ্ন দেখে ঘর বাঁধার দূর আকাশে
যেখানে সূর্য উঠবে আবার দিন শেষে ডুববে
আকাশ আর পৃথিবীর মিলন ঘটবে!
ভালবাসা সমুদ্রের ঢেউ একে অপরের পিছু নেয়
আবার প্রেমের রসে ভিজিয়ে দেয়,
সেই চোখ, সেই মুখ, সেই নাক, সেই তুমি
রয়ে যাবে হৃদয়ের চিলে কোটায়,
পারবে তো তাকে ভুলে যেতে
পারবে তো তুমি তাকে ভুলে থাকতে
রানু তাকে ছেড়ে গেলেও তুমি বললে না
তার ভুল টা কি ! কোথায় ব্যর্থতা
অপেক্ষায় রয়েছে তোমার জন্য
তুমি আসবে বলে !