প্রিয়তমা তোমার জন্য ব্যাকুল হয়ে ছুটে এসেছি
তোমার কাছে!
তোমার ব্যস্ততা আমাকে মুগ্ধ করে
তোমার সেবা আমার স্বর্গীয় সুখ!
তোমার শরীরের গন্ধ আমাকে নিয়ে যায়
অজানার পথে!
প্রেমের আবেশ, যৌবনের পিপাসা
আলিঙ্গনের অপেক্ষা, দুরন্ত পনার মত ছুটে,
আবেগ, প্রেমহীন, ভালবাসা হীন যুগল বন্দী,
মৃত দেহের পরশ, ধর্ষণের নামান্তর!
যা কখনো আমাদের মাঝে উঁকি দেয়নি
সমুদ্রের ঢেউ র ন্যায় ভালবাসা, প্রেম মিলে
একাকার হয়ে যায়, কিনারায় পৌঁছানোর আগেই
আবার গর্জন শুরু হয়।
অদৃশ্য অনুভূতি, আত্মার বন্ধনে আত্মা
আত্মহারা হয়ে লুটোপুটি করে হৃদয়ের মাঝে।
অন্তর আত্মার ভালবাসা পহারায় থাকে,
বাতাসের গায়ে পরশ যেন পরাগ রেণু,
অলি র বাহনে অমৃত সুধা পান করি দুজনে !
এ বন্ধন জন্ম জন্মান্তরের কখনো ফুরাইবার নয়।