বিদ্যুৎ নাই ঘুঁট ঘুটে অন্ধকার, কিছুক্ষণ পর ভোর হবে,
মধ্যরাত থেকে একই ধারায় বৃষ্টি ঝরছে
ভোরের বৃষ্টি দেখবো বলে ঘুম থেকে উঠা!
বারান্দায় গ্রিল ধরে চারিদিকে তাকিয়ে দেখি
জল জমে গেছে সামনের মাঠে, তখনো অন্ধকার
বিরামহীন বৃষ্টির ফোটা জলের উপর পড়ে সুরেলা
মনোমুগ্ধকর আবহ তৈরি হয়েছে মন ফাগুনে।
ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছে সকাল কে আলিঙ্গন করতে,
মোরগের ডাক কানে ভেসে আসছে,
স্বর্গীয় হাওয়া গায়ে মাখিয়ে এ এক অন্য রকম সকাল
প্রকৃতির প্রেমে পড়া অদ্ভুত এক অনুভূতি !
বৃষ্টি থেমে গেছে, প্রকৃতির যেন নব জন্ম, গাছপালা,
মাঠঘাট পরিষ্কার পুত পবিত্র নিজেকে হারিয়ে ফেলেছি,
প্রিয়তমা র প্রথম ভালবাসার মত, মন পাগলা ঘোড়ার
মত ছুটছে, তাকে পাওয়ার আসায়।
সোনালী রোদ্দুর, মিষ্টি হাওয়া, ঝক ঝকে নীল আকাশ,
পাখিরা মনের আনন্দে উড়ে যাচ্ছে সুদূর সীমানায়
প্রিয়তমা যেন ছুটে যায় তোমার কাছে একটু ভালবাসা
পাওয়ার আশায়, তুমি প্রকৃতির মত ভালবাসবে আমায়।