তুমি তো আমায় ছেড়ে গেলে না বলে
এতদিন এত বছর পর আবার কেন ফিরে এলে এভাবে !
কষ্টের সাগরে হাবুডুবু খেয়ে মাত্র স্বাভাবিক হয়েছি,
অনেক সাধনার পর !
অনেক দিন অনেক রাত এক নজর তোমায় দেখব বলে,
বকুল তলায় ঠাঁই দাঁড়িয়ে থেকেছি মেঘ বৃষ্টি রোদ উপেক্ষা করে !
তোমার বাবা মার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি
তোমাকে পাব বলে !
সেই তুমি রাতের অন্ধকারে আমায় ফাঁকি দিয়ে চলে গেলে
নিজের মনকে বিশ্বাস করাতে খুব কষ্ট হচ্ছিল !
জীবন বহতা নদীর মত হারিয়ে ফেলে ছিল দিক,
ভালবাসা আর প্রেমের বিষাক্ত বিষে ভরে উঠেছিল দেহ মন,
সে তুমি ফিরে এলে আমার গাঁয়ে বিধবার বেশে
কি অপরাধ করেছিলাম আমি বলতে পার !