ক্ষুধার জ্বালায় পেটের নাড়ী যাচ্ছে ছিঁড়ে
অভাব আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে ,
সবাই বলে ঢাকা শহরে টাকা উড়ে বেড়াচ্ছে
উড়ন্ত টাকা গুলো ধরার জন্য ছুটছি ঢাকায়!

স্বপ্নের মাঝে কি উড়ন্ত টাকা দেখছি !
অভাবে বেসামাল হয়ে উড়ন্ত টাকার পিছু ছুটছি  
যত টাকা প্রয়োজন তার চেয়ে কি বেশী স্বপ্ন দেখছি
উড়ন্ত টাকা ধরতে গিয়ে কি আমি হাঁপিয়ে যাচ্ছি।

বিত্ত বৈভবে কি আমি দিশেহারা
জীবন সম্পদ ভুলে সৎ নিষ্ঠা জলাঞ্জলি দিয়ে
উড়ন্ত টাকার খোঁজে বাড়ী ঘর ছাড়ছি।

জানি ! সৎ পরিশ্রমের কামায় করা টাকা সীমিত  
দারিদ্রের দুঃখ কষ্ট ঘোচাতে উড়ন্ত টাকা নেমে
আসুক মাটিতে!