অসাবধানতা মানুষকে বিপদে ফেলে দেয়
শত চেষ্টায় কোন কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা যায় না
হেয়ালী করা মানুষের অভ্যাস গত বদ অভ্যাস
গুরুত্বপূর্ণ কাজে তা নিজের অজান্তে করে ফেলে
আমাদের মুক্ত চিন্তার কথায় বলি না কেন ?
দেশে যখন স্বাধীন ভূহু-খন্ডের জন্য লড়াই চলছিল
দেশের সব মানুষ কি বিশ্বাস করেছিল দেশ স্বাধীন হবে
কখনই নয়, এখনো ঐ পদের মানুষ বেঁচে আছে এবং
তারা বা একটা গোষ্টি বিঃবাষ্পো ছড়াচ্ছে অহরহ
নতুন প্রজন্ম বিশ্বাস করছে দেশ স্বাধীন হওয়া ঠিক হয়নি।
যুদ্ধ চলাকালীন আমরা উলোংগ আস্ফালন দেখেছি,
প্রকাশ্যে বিরোধিতা করতে দেখেছি তারাই বিরোধিতা করছে
গোপনে বা প্রকাশ্যে ষড়যন্ত্রের সাথে প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে,
ধর্ম কে পুঁজি করে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে,
ঠাণ্ডা মাথায়, টাকা পয়সা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে!
মানুষ যে তা বুঝে না তা নয়, হিসাব করে আমি কি পেলাম
আর কি পেলাম না তার উপর !,
মুক্ত বাজার অর্থনীতি, পুঁজির কলোনি, কর্পোরেটের যুগ
লোভ লালসা একই সূত্রে গাঁথা!,
মানব মুক্তির সঠিক পথ আমাদের খুঁজে বাহির করতে হবে
বর্তমান দুনিয়ায় স্বার্থের সংঘাত চলমান।