পৃথিবী সৃষ্টির পর কি কে ছোট কে বড় ভেদাভেদ ছিল
মনে হয় না ইতিহাসের পাতায় পাওয়া যায়নি,
বিবর্তনের মাধ্যমে যতই সভ্যতার আগমন ঘটেছে
ততোই যেন ধর্মান্ধতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে জেকে বসেছে !
আধুনিক যুগে বসবাস করে জঘন্য খেলায় মত্ত আমরা
পশু-পাখির মাঝে কি এই জঘন্য খেলার প্রচলন আছে
সৃষ্টির সেরা জীব হয়ে একে অপরের সাথে মেতে আছি
এ যেন নিয়মে পরিণত হয়ে গেছে!
সারা বিশ্বের দিকে তাকালে দুই ভাগে বিভক্ত সবল আর দুর্বল
আমাদের দেশে, সমাজে এমনকি পরিবারের মাঝে বিরাজমান
এ ভাবেই কি ধরিত্রী থেকে বিদায় নিতে হবে
সৃষ্টির গোঁড়াতে মুচলেকা দিয়ে আমাদের কি আগমন!
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারা কি সহজ করে ভাবতে পারে না
নির্দিষ্ট সময়ের পর কেউ আমরা ধরায় থাকব না
থেকে যাবে কৃত কর্মের স্মৃতি আর ইতিহাস
সব ভেদাভেদ ভুলে সুন্দর পৃথিবী, দেশ, সমাজ ও পরিবার গড়ে তুলতে পারিনা।