নন্দিনী বার বার তোমার কাছে আমি
ইচ্ছে করেই হেরে যাই!
কি অদ্ভুত আমি হেরে গিয়ে ও আসলে
জিতে যাই!

বাল্যকাল থেকেই একি মায়ার খেলা খেলছি
তুমি জিতে যে প্রাণ খোলা হাসি হাস, তোমার
বাঁধ ভাঙ্গা জিতে যাওয়ার উল্লাস আজও
আমার চোখে ভাসে !

এই হার জিতে র খেলায় কখন যে কি ভাবে
তোমার প্রেমের অনলে পুড়েছি নিজেই জানিনা
তোমার শূন্যতা আমাকে পাগল করে তোলে
নিজের মধ্যে নিজেকে খুঁজে পাই না।

আমার মত হয়ত তুমি কোনো দিন ভেবে ও দেখোনি
তবে হারতে হারতে আমার আর হারার কিছু বাকী নাই।
আমি যতবার হেরেছি ততো বার আমার হৃদয়
জিতেছে!

এই ভাবে আমি যতদিন বাঁচব ততো বার হেরে
গিয়ে তোমায় ভালবাসব।