চারিদিকে পরিচিত মুখ গুলো
অনেকে হারিয়ে গেছে!
জীবন যুদ্ধে মেধাবী মুখ গুলো
ছিটকে গেছে ছাত্র জীবন থেকে !
যৌতুকের অত্যাচারে অনেক মেয়ে
নিয়তি ভেবে মেনে নিয়ে
মুখ বুজে পড়ে আছে।
সবাই খাবার হোটেলে কাজ চাই কেন ?
অনেকে ফিরে যেতে পারে না,
ইচ্ছা করলে যাওয়া যায় না
জোর দিয়ে বলতে পারে না
আমি ভাল আছি।
ভাল থাকার সুযোগ নাই
ইচ্ছে জাগলে ও বলা যায় না ভালবাসি।
তবুও চায়, তবুও অপেক্ষায় থাকে
নতুন ভোরের আশায়।