নদীর বড় সুখ
নাই তো কোথাও দুঃখ
বহে চলে নিরবোধী!

নদীর বুকে ছুটে চলে
পাল তোলা নৌকার সারি
ভরা পুর্নিমার আলোক রশ্মি
নদীর জলে করে ঝিকিমিকি।

মনের চোখে হারিয়ে দেখি
অথৈই নদীর তল,
নৌকার উপর একলা বসি
ভেবে মরি সারা রাত্রি
কুল কিনারা নাহি পায়।

চিৎকার দিয়ে মনের কষ্ট
রিলিফ পেতে চায়
ঢেউ’র সাথে ধাক্কা খেয়ে  
দুঃখের রাশি ফিরে কানে যায়।

বাঁচার তাগিত জীবনে তটে
ভোরের সুর্য বুক ঠেলে উঠে
দিনের শুরু হাসি মুখে।